কী কঠিন ভারতী না জানি ।
কোন প্রাণ আজ পরালো কৌপিনী ।।
হেন ছেলে ফকীর হয় যার শতশত ধন্য সে মার ।
কেমনে রয়েছে সে ঘর ছেড়ে সোনার গৌরমণি ।।
পরের ছেলের দেখে এ হাল শোকানলে আমরা বেহাল ।
না জানি আজ শোকে কী হাল জ্বলছে উহার মা জননী ।।
যে দিয়েছে এ কৌপনী ডোর তারে বিধি দেখাইতো মোর ।
ঘুচাইতো মনের ঘোর লালন বলে কিছু বাণী ।।