লালন ফকীর রচিত গান নং ২০৮

কী ছার মানে মজে কৃষ্ণধনকে চেনোনা ।
থাক থাক ওগো প্যারী দুদিন বাদে যাবে জানা ।।
কৃষ্ণেরে কাঁদালে যত তুমিও কাঁদিবে তত ।
ধারা শোধ চিরদিন তো প্রচলিত আছে কিনা ।।
যখন বলবে কোথায় হরি এনে দে গো সহচারী ।
তখণ সে সাধলাম প্যারী তা কি মনে জানো না ।।
বাড়াবাড়ি হইলে ক্রমে কুঘটেতে আটক নয়কর্মে ।
লালন কয় পাষাণ ঘামে শুনে বৃন্দের বন্দনা ।।