কী বলে মন ভবে এলি ।
এসে এই মায়ার দেশে তত্ব ভুলে কার গোয়ালে ধুয়ো দিলি ।।
ভেঙ্গেছো সরকারী তহবিল সাক্ষী আছে ইস্রাফিল ।
হুজুরে হলে হাজির বলতে হবে সত্য বুলি ।।
পেয়ে মদনরসের গোলা ভাঙ্গলি অনুরাগের তালা ।
মলি তুই দুপুরবেলা চিনিতে মিশালি বালি ।।
ক্ষ্যাপা মদনের আখড়া ধর্ম নিয়ে বাঁধাও ঝগড়া ।
লালন কয় ছেড়া ন্যাকড়া এক হাতে বাজেনা তালি ।।