লালন ফকীর রচিত গান নং ৮৭২

কী আনন্দ ঘোষ পাড়াতে পাপীতাপী উদ্ধারিতে ।
দুলাল চাঁদকে নিয়ে সাথে বসেছেন মা ডালিমতলাতে ।।
কে বোঝে মা তোমার খেলা এখানে এই দোলের মেলা ।
অন্ধ আতুর বোবা কালা মুক্ত হয় মা তোমার কৃপাতে ।।
কেন গো সতী স্বরুপিনী সামনে আছে সুরধুনী ।
অনেক দূরে ছিলো শুনি এগিয়ে এলো তোর কাছেতে ।।
লালন কয় তোর মনকে কর খাটি ডালিম তলার নিয়ে মাটি ।
হারাস যদি হাতের লাঠি পড়বি খানা আর ডোবা তে ।।