লালন ফকীর রচিত গান নং ২১৭

কী আজব কলে রসিক বানিয়েছে কোঠা ।
শূণ্যভরে পোস্তা করে তার উপরে ছাদ আটা ।।
অনন্ত কুঠির স্তরে স্তরে চারিদিকে আয়নামহল তার ।
হাওয়ার বারাম নাই রুপ দেখা যায় মণিমাণিক্যের ছটা ।।
যেদিন রসিকচাঁদ যাবে সরে হাওয়া প্রবেশ হবেনা সেই ঘরে ।
নিভে যাবে রসের বাতি ভেঙে যাবে সব ঘটা ।।
দেখিতে বাসনা যার হয় দেলদরিয়ায় ডুবলে দেখা যায় ।
লালন বলে সত্যাসত্য কারে আর দেখবি কেঠা ।।