লালন ফকীর রচিত গান নং ১৯৮

কেবল বুলি ধরেছো মারেফতি ।
তোমার বুদ্ধি নাইকো অর্ধরতি ।।
মুখে মারেফত প্রকাশ করো শুধালে হা করে পড়ো ।
খবর কিছু বলতে পারবো কেবল কও সিনায় বসতি ।।
চোরে যেমন চুরি করে ধরে ফেললে দোষে পড়ে ।
মারফতি সেই প্রকারে চোরামালের মহারতি ।।
অনুমানে বুঝলাম এখন সেইজন্য তা করো গোপন ।
লালন বলে এসব যেমন মেয়েলোকের উপপতি ।।