কে তোমারে এ বেশভূষণ পরাইলো বলো শুনি ।
জিন্দাদেহে মূর্দার বসন খিরকা তাজ আর ডোর কোপিনী ।।
জ্যান্তে মরার পোশাক পরা আপন সুরত আপনি সারা ।
ভবলোভকে ধ্বংস করা এহি তো অসম্ভব করণই ।।
মরণের যে আগে মরে শমনে ছোবেনা তারে ।
শুনেছি তাই সাধুর দ্বারে তাই বুঝি করেছো ধনী ।।
সেজেছো সাজ ভালোই তোরো মরে যদি বাঁচতে পারো ।
লালন বলে যদি ফেরো দুকুল হবে অপমানী ।।