কে পারে মকর উল্লার মকর বুঝিতে ।
আহাদে আহমদ নাম হয় জগতে ।।
আহমদ নামে খোদায় মীম হরফ নফি কেন কয় ।
মীম উঠায়ে দেখো সবাই কি হয় তাতে ।।
আকারে হয়ে জুদা খোদে সে বলে খোদা ।
দিব্যাজ্ঞানী নইলে কি তা পায় জানিতে ।।
এখালস সূরাতে তার ইশারায় আছে বিচার ।
লালন বলে দেখনা এবার দিন থাকিতে ।।