কে গো জানবে তার সামান্যেরে ।
আজব মীণরুপে সাঁই খেলছে নীরে ।।
জগত জোড়া মীন অবতার কারণ্য বারির মাঝার ।
মনে বুঝে কালাকাল বাধিলে বাধাল অনায়াসে সে মীন ধরতে পারে ।।
আজব লীলা মানুষ গঙ্গায় আলোর উপর জলময় ।
যেদিন শুকাবে জল হবে সব বিফল সে মীন পালাবে অমনি শূণ্যভরে ।।
মানুষগঙ্গা গভীর অথৈ থৈ দিলে তায় রসিক ভাই ।
সিরাজ সাঁইর চরণ কহিছে লালন চুবনি খেলাম নেমে সেই কিনারে ।।