লালন ফকীর রচিত গান নং ২৭৫

কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে ।
সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো আর তো এলোনা ফিরে ।।
যার জন্যে কুলমান গেলো সে আমারে ফাঁকি দিলো ।
কলঙ্কে জগত রটিলো লোকে বলবে কী আমারে ।।
দরশনে দুঃখ হবে পরশিলে পরশ করে ।
হেন চন্দ্র গৌর আমার লুকালো কোন শহরে ।।
যে গৌর সেই গৌরাঙ্গ হৃদ মাঝারে আছে গৌরাঙ্গ ।
লালন বলে হেন সঙ্গ হলোনা কর্মের ফ্যারে ।।