লালন ফকীর রচিত গান নং ১৮৫

কে বুঝিতে পারে সাঁইয়ের কুদরতি ।
অগাধ জলের মাঝে জ্বলছে বাতি ।।
বিনা কাষ্ঠে অনল জ্বলে জল রয়েছে বিনা স্থলে ।
আখের হবে জানলে প্রলয় অতি ।।
অনলে জল উষ্ণ হয়না জলে সে অনল নেভে না ।
এমনই সে কুদরত কারখানা দিবারাতি ।।
যেদিন জলে ছাড়বে হুংকার নিভে যাবে আগুনের ঘর ।
লালন বলে সেইদিন বান্দার কি হবে গতি ।।