লালন ফকীর রচিত গান নং ১৮৪

কে বোঝে তোমার অপার লীলে ।
আপনি আল্লা ডাকো আল্লা বলে ।।
নিরাকারের তরে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী ।
সাকারে সৃজন গঠলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে ।।
নিরাকার নিগম ধ্বনি সেও সত্য সবাই জানি ।
তুমি আগমের ফুল নিগমে রসুল আদমের ধড়ে জান হইলে ।।
আত্মতত্ব জানে যারা সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা ।
তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন লালন খুজে বেড়ায় বনজঙ্গলে ।।