লালন ফকীর রচিত গান নং ২৮২

কে বোঝে কৃষ্ণের অপার লীলে ।
ব্রজ ছেড়ে কে মথুরায় রাজা হলে ।।
কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ নয় ভারত পুরাণে তাই কয় ।
তবে কেন ধনী দুর্জয় বিচ্ছেদে জগত জানালে ।।
নিগম খবর জানা গেলো কৃষ্ণ হতে রাধা হলো ।
তবে কেন এমন হলো আগে রাধা পিছে কৃষ্ণ বলে ।।
সবে বলে অটল হরি সে কেন হয় দণ্ডধারী ।
কীসের অভাব তারই ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে ।।
কৃষ্ণলীলার লীলা অথৈ থৈ দেবে কেউ সে সাধ্য নাই ।
কি ভাবিয়ে কি করে যাই লালন বলে পলাম বিষম ভোলে ।।