কে বানালো এমন রঙ মহলখানা ।
হাওয়া দমে দেখো তারে আসল বেনা ।।
বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তামতি ।
ঝলক দেয় তার চতুর্ভিতি মধ্যেখানা ।।
তিল পরিমাণ জায়গা সে যে হদ্দরুপ তাহার মাঝে ।
কালায় শোনে আন্ধেলায় দেখে নেংড়ার নাচনা ।।
যে গঠিলো এ রঙমহল না জানি তার রুপটি কেমন ।
সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা ।।