লালন ফকীর রচিত গান নং ২৫২

কে আমায় পাঠালে এহি ভাবনগরে ।
মনের আঁধার হরা চাঁদ সেই দয়াল চাঁদ আর কতদিনে দেখবো তারে ।।
কে দেবে রে উপাসনা করি রে আজ কী সাধনা ।
কাশীতে যাই কি মক্কা থাকি আমি কোথা গেলে পাবো সে চাঁদেরে ।।
ঘর ছেড়ে বনে খোজা যে পথে তার আসা যাওয়া ।
সে পথের হয় কোন ঠিকানা কে জানাবে আজ আমারে ।।
মনফুলে পূজিবো কী নামব্রহ্ম রসনায় জপি ।
কীসে দয়া তার হবে পাপীর উপর অধীন লালন বলে তাইতে পলাম ফেরে ।।