লালন ফকীর রচিত গান নং ১৮০

কবে সাধুর চরণধূলি লাগবে আমার গায় ।।
আমি বসে আছি আশা সিন্ধু তীরেতে সদায় ।।
চাতক যেমন মেঘের জল বিনে
অহর্নিশি চেয়ে আছে মেঘ ধিয়ানে
ও তার তৃষ্ণায় মৃত্যূ গতি জীবনে হলো
সেই দশা আমার ।।
ভজন সাধন আমাতে নাই
কেবল মহত নামের দেই গো দোহাই
তোমার নামের মহিমা জানাও গো সাঁই
পাপীর হও সদয় ।।
শুনেছি সাধুর করুনা
সাধু পরশিলে হয় গো সোনা
বুঝি মম ভাগ্যে তাও হলোনা
কেঁদে লালন কয় ।।