কারে শুধাবো মর্মকথা কে বলবে আমায় ।
যার কাছে যাই সে রাগ করে কথার অন্ত নাহি পাই ।।
একদিন সাঁই নিরাকারে ভেসেছিলেন ডিম্বভরে ।
কীরুপ ছিলো তার ভিতরে শেষে কীরুপ হয় ।।
সেতারা রুপ ছিলো কখন গহনা রুপ পাক পাঞ্জাতন ।
আকার কি নিরাকার তখন সেই দয়াময় ।।
জগতপতি সোবাহানে বরকতকে মা বললেন কেনে ।
তার পতি কি নয় সে জনে লালন ফকীর কয় ।।