কারে বলছো মাগী মাগী ।
সে বিনে এড়াতে পারে কোন বা মহত যোগী ।।
মাগীর দায়ে নন্দের ব্যাটা হয়ে গেলো নটাবটা ।
মাগীর দায়ে মুড়িয়ে মাথা হাল ছে বেহাল যোগী ।।
ব্রহ্মা বিষ্ণু আর নারায়ণে মলো মাগীর বোঝা টেনে ।
তাই না বুঝে আন লোকেরা বাঁধাইলো ঠকঠকি ।।
ভোলা মহেশ্বর মাগীর দাসী মাগীর দায়ে শিব শ্মশানবাসী ।
লালন কয় সে লালন কিসি তোর এত পদবী ।।