কার ভাবে শ্যাম নদেয় এলো ।
তার ব্রজে ভাবে কি অসুসার ছিলো ।।
গোলকেরই ভাব ত্যাজিয়ে সে ভাব প্রভু ব্রজপুরে লয়েছিলো যে ভাব ।
এবে নাহি তো সে ভাব দেখি নতুন ভাব এভাব বোঝা জীবের কঠিন হলো ।।
সত্যযুগে সঙ্গে কয় সখি ছিলো ত্রেতায় সঙ্গী সীতা লক্ষী হলো ।
ছিলো দ্বাপরের সঙ্গীনি রাধারঙ্গিনী কলির ভাবে তারা কোথায় বলো ।।
কলিযুগের ভাব এ কী বিষম ভাব নহি ব্রতপূজা নাহি অন্য লাভ ।
ছিলো দণ্ডীবেশ দণ্ড কমণ্ডলু তাও নিতাই এসে ভেঙ্গে দিলো ।।
উহার ভাব জেনে ভাব লওয়া হলো দায় না জানি কখন কী ভাবোদয় ।
করলেন তিনটি লীলা একা নদীয়ায় লালন ভেবে দিশে নাহি পেলো ।।