কার ভাবে এ ভাব তোরে জীবন কানাই ।
করে বাঁশি নাই মাথে চূড়া নাই ।।
ক্ষীর সর ননী খেতে বাঁশিটি সদাই বাজাতে ।
কী অসুখ পেলে তাতে ফকীর হলি ভাই ।।
অগুরু চন্দনাদি মাখিতে নিরবধি ।
সেই অঙ্গ ধূলায় অদ্ভূতই এখন দেখতে পাই ।।
বৃন্দাবন যথার্থ বন তুই বিনে হলোরে এখন ।
মানুষলীলা করবে কোনজন লালন ভাবে তাই ।।