লালন ফকীর রচিত গান নং ১৯৫

কার ভাবে এ ভাব তোর জীবন কানাই ।
রাজরাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই ।।
ভেবে তোর ভাব বুঝিতে নারি
আজ কীসের কাঙ্গাল আমার অটল বিহারী
ছিলো অগুরু চন্দন যে অঙ্গে ভূষণ
সে অঙ্গ আজ কেন লুণ্ঠিত ধূলায় ।।
ব্রহ্মাণ্ড ভাবুক যারে ভাবিয়ে
আজ সে ভাবুক কার ভাব লয়ে
এ কী অসম্ভব ভাবনা সম্ভবে কোনজনা
মরি মরি ভাবের বলিহারি যাই ।।
অনুভাবে ভেবে কতই করি সার
শ্যামচাঁদের উত্তর কী চাঁদ আছে আর
করে চাঁদ চাঁদহরণ সেই বা কেমন
ভক্তিবিহীন লালন বসে ভাবে তাই ।।