লালন ফকীর রচিত গান নং ২৭১

কাঁদলে কি হবেরে মন ভাবলে কি হবে ।
কীর্তিকর্মার লেখাজোখা আর কি ফিরিবে ।।
তুষে যদি পাড় কেহ দেয় তাতে কি আর চাল বাহির হয় ।
মন যদি হয় তুষেরই ন্যায় বস্থহীন ভবে ।।
হাওয়ায় কর্পূর ওড়ে যেমন গোল মরিচ মিশায় তার কারণ ।।
মন যদি গোল মরিচ হতো কর্পূর কেন উড়ে যাবে ।।
হাওয়ার চিড়ে কথার দধি ফলছে ফলার নিরবধি ।
লালন বলে যার যেমন প্রাপ্তি কেন না পাবে ।।