কানাই একবার ব্রজের দশা দেখে যারে ।
তোর মা যশোদা কী হালে আছে রে ।।
শোকে তার পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ ।
গোপীগণ সব হয় ধন্ধ রয়েছে হারে ।।
বাল বৃদ্ধ যুবাদি নিরানন্দ নিরবধি ।
না দেখে চারণনিধি তোরে রে ।।
না শুনে তোর বাঁশির তান পশুপাখি উচাটন ।
লালন বলে ছিদাম হেন বিনয় করে ।।