লালন ফকীর রচিত গান নং ২৮৮

কামিনীর গহীন সুখসাগরে ।
দেখরে দেখ নিশান ওড়ে ।।
সে নিশান দেখতে বাঁকা মাঝখানে কিছু আঁকাবাঁকা ।
সাধন করলে দক্ষিণ পাশে মিলবে তারে ।।
আলিফেতে জগত সংসার জায়গা নাই তার লুকাবার ।
গোপনেতে গেলো সে মীমের ঘরে ।।
অমাবস্যায় মীম থাকে ঘুমায়ে আলিফ তাক নেয় জাগিয়ে ।
লালন কয় মীমের ঘরে যে যায় ঐ ঘরেতে মানুষ মারে ।।