কালো ভালো নয় বা কীসে বলো সবে ।
বিচার করে দেখতে গেলে কালোই ভালো বলবে শেষে ।।
কৃষ্ণ ছিলো গৌরবরণ বুকে ছিলো কালীর চরণ ।
সোনাবরণ লক্ষী ঠাকুরিনী বিষ্ণুর চরণ টিপিতেছে ।।
কালো পাঠার মাংস ভালো দুধ ভালো গাই হলে কালো ।
আবার দেখো কালো কোকিল মধুরতানে কুহু কুহু ডাকিতেছে ।।
কালো চুলে শোভে নারী সাদা হলে হয় সে বুড়ি ।
লালন বলে রসের বুড়ো দেখো সাদা চুলে কলপ ঘষে ।।