কাজ কি আমার এ ছার কূলে ।
আমার যদি গৌরচাঁদকে মেলে ।।
মনচোরা পাসরা গোরা রায় অকূলের কুল জগতময় ।
যে নবকূল আশায় সে কূল দোষায় বিপদ ঘটবে তার কপালে ।।
কূলে কালি দিয়ে ভজিবো সই অন্তিমকালের বন্ধু যে ওই ।
ভববন্ধুজন কী করবে তখন দীনবন্ধুর দয়া না হইলে ।।
কূলগৌরবী লোক যারা গুরুগৌরব কি জানে তারা ।
যে ভাবের লাভ জানা যাবে সব লালন বলে আখের হিসাব কালে ।।