লালন ফকীর রচিত গান নং ৩৭৯

জমির জরিপ একদিনেতে সারা ।
আগার পাগার আগে তেগার ঠিকেতে ঠিক করা ।।
এই দেহে আঠারো কলি সে কথা এখন বলি ।
পণ্ডিতে খুজে পায়না গলি বুঝবে সাধক যারা ।।
একেতে তিন ভাগ ইরয়ে বরো গুণ আকার দিয়ে ।
অতীত পতিত রয় বাহিরে ভিতরে আছে বালুচরা ।।
দুই পয়ারে এক চরে পাখি জগতে নাই তাকিয়ে দেখি ।
একে বারো তার ফাঁকিফুকি সে কী বুঝবি তোরা ।।
চিকন ধারে নলটি ধরে রাখনা জমিন জরিপ করে ।
মস্তকছেদন করা দেখে অধীন লালন দিশেহারা ।।