জেনে নামাজ পড়ো মোমীন গণ ।
না জেনে পড়লে নামাজ আখেরে তার হয় মরণ ।
এক মোমীন মক্কায় যেতে লোক ছিলোনা সাথে
সে ভাবে মনে মনে আল্লা কি করি এখনে
নামাজ কাজা হলে হবে আখেরে মরণ ।।
তার সঙ্গে ছিলো চৌষট্টি জন তাই গুণ করে তখন
তর গড় লায়েক ছাব্বিশ জন সঙ্গে নিলো লায়েক তিরিশ জন
অজু বানাইয়া নামাজ আদায় করে তখন ।।
নামাজে যখন সেজদা দিলো সাতাশ জন
বিমুখ হয়ে তখন বসে রইলো তিনজন
লালন বলে ঐ তিনজনাই ঘুরায় ত্রিভুবন ।।