যেজনা আছেরে সেই খুটো ধরে ।
লাগবেনা যাতার ঘিস লাগবেনা রে ।।
দেখনা যাতার মাঝার খুটোর গোড়ায় ফাঁক আছে তার ।
জানিনা যাতার কি মার চাপান পায়রে ।।
আসমান যমীন করে এক ঠাই যেদিনে ঘুরাবেন সাঁই ।
যার আছে খুটোর বল ভাই বাঁচবে সে রে ।।
থাকলে গুরু রুপের হিল্লায় অটলরুপ তারেই মিলায় ।
তাই তো লালন ফকীর কয় সে ভিন্ন নয়রে ।।