লালন ফকীর রচিত গান নং ৭১১

যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয় ।
একহাতে যদি বাজতো তালি তবে কেন দুইহাত লাগায় ।।
গুরুশিষ্য এমনই ধারা যেমন চাঁদের কোলে থাকে তারা ।
কাঁচা বাঁশে ঘুনে জরা গুরু না চিনলে ঘটবে তায় ।।
গুরু লোভী শিষ্য কামী প্রেম করা তার সেঁচা পানি ।
উলুখড়ে জ্বলছে অগ্নি জ্বলতে জ্বলতে নিভে যায় ।।
গুরুশিষ্য প্রেম করা মুঠোর মধ্যে ছায়া ধরা ।
সিরাজ সাঁই কয় লালন তেরা এমনই প্রেম করা চাই ।।