লালন ফকীর রচিত গান নং ৭১০

যে সাধন জোরে কেটে যায় কর্মফাঁসি ।
জানবি যদি সাধনকথা হও গুরুর দাসী ।।
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আর নপুংসক শাসন কর ।
যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর তাই প্রকাশি ।।
মারে মৎস্য না ছোয় পানি রসিকের তেমনি করণ ।
আকর্ষণে আনে টানি শারদ শশী ।।
কারণ সমুদ্রের পাড়ে গেলে পাবি অধর চাঁদেরে ।
অধীন লালন বলে নইলে ঘুরে মরবি চৌরাশি ।।