লালন ফকীর রচিত গান নং ৭১৭

যে রুপে সাঁই আছে মানুষে ।
দ্বীনের অধীন না হলে খুজে কি পাবে তার দিশে ।।
বেদী ভাই বেদ পড়ে সদাই আসলে গোলমাল বাঁধায় ।
রসিক ভেয়ে ডুবে সদয় রতন পায় সে রসে ।।
তালারও উপরে তালা তাহার ভিতরে কালা ।
ঝলক দেয় সে দিনের বেলা শুধু রসেতে ভেসে ।।
লা মোকামে আছে নূরি সে কথা অকৈতব ভারি ।
লালন কয় দ্বারের দ্বারী আদ্যমাতা সে ।।