লালন ফকীর রচিত গান নং ৭০৬

যে পরশে পরশে পরশ সে পরশ কেউ চিনলেনা ।
সামান্য পরশের গুণ লোহার কাছে গেলো জানা ।।
পরশমণি স্বরুপ গোসাঁই যে পরশের তুলনা নাই ।
পরশিবে যেমন তাই ঘুচিবে জঠর যন্ত্রণা ।।
কুমড়ো পোকায় পতঙ্গ যেমন ধরায় যে আপন বরণ ।
সপরশে জানিয়ে মন তেমনই মতন পরশে সোনা ।।
ব্রজের ঐ জলদ কালো যে পরশে গৌর হলো ।
লালন বলে মনরে চলো জানিতে তার উপাসনা ।।