যে অভাবে কাঙ্গাল হলাম ওরে ছিদাম দাদা ।
আমার ধড়া চূড়া মোহন বেণু সব নিয়েছে রাধা ।।
খত লিখিলাম নিজহস্তে ললিতা বিশাখার সাথে খতের সই তাতে ।
কিঞ্চিৎ মতে শোধ করিলাম খতে উসুল না দেয় রাধা ।।
শ্রীরাধার ঋণ শুধিবার তরে এলাম ডোর কোপনী পরে রাধার ঋণের তরে ।
কাঁদি সেইদিন বলে সেইদিন রাধা না দেয় দেখা ।।
প্রেমের দায়ে মত্ত হয়ে নিজ শিরে বাদা বয়ে এলাম নিজালয়ে ।
সিরাজ সাঁই বলে ওরে লালন জয় জয় বলো রাধা ।।