যে যাই ভাবে সেইরুপ সে হয় ।
রাম রহিম করিম কালা একই আল্লা জগতময় ।।
কুল্লে শাইয়িন মোহিত খোদা আল কোরাণে কয় সে কথা ।
বিচার নাইরে যার এ কথা পড়ে গোল বাধায় ।।
আকার সাকার নাই নিরাকারে ।
নির্জন ঘরে রুপ নিহারে এক বিনে কি দেখা যায় ।।
এক নিহারে দাও মন এবার ছেড়ে পূজা দুন আল্লার ।
লালন বলে একরুপ খেলে ঘটেপটে সব জায়গায় ।।