লালন ফকীর রচিত গান নং ৭২০

যে যাবি আজ গৌরপ্রেমের হাটে ।
তোরা আয় না মনে হয়ে খাটি ধাক্কায় যেন যাসনে চটে ফেটে ।।
প্রেমসাগরের তুফান ভারি ধাক্কা লাগে ব্রহ্মপুরী ।
কর্মগুণে ধর্মতরী কারো কারো তাতে বেঁচে ওঠে ।।
মনে চতুরালি থাকলে বলো প্রেমযাজনে বাধবে কলো ।
হারিয়ে শেষে দুটি কুল কান্নাকাটি লাগবে পথেঘাটে ।।
আগে দুঃখ পাছে সুখ হয় সয়ে বয়ে কেউ যদি রয় ।
লালন বলে প্রেমপরশ পায় সামান্য মনে তাই কি ঘটে ।।