লালন ফকীর রচিত গান নং ৬৯৯

যে ভাবের ভাব মোর মনে ।
সেই ভাবের ভাব আছে বলবোনা তা কারো সনে ।।
জন্মের ভাগী অনেকজনা কর্মের ভাগী কেউ তো হয়না ।
কাঁদি সেই দিনের কান্না বাঁধা ওই রাধার ঋণে ।।
ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া রেখে এলাম ঘুমাইয়া ।
নিতাই এসে জল ঢালিয়া শান্ত করবে আকুল প্রাণে ।।
মায়ের বুকে প্রবোধ দিয়া নিমাই যায় সন্ন্যাসী হইয়া ।
লালন বলে ধন্য হিয়া ঘটলো কি সামান্য জ্ঞানে ।।