লালন ফকীর রচিত গান নং ৬৯৭

যে আমার পাঠালে এহি ভাবনগরে ।
মনের আঁধারহরা চাঁদ সেই যে দয়াল চাঁদ আর কতদিনে দেখবো তারে ।।
কে দেবে রে উপাসনা করিয়ে আজ কি সাধনা ।
কাশীতে যাই কি মক্কায় থাকি আমি কোথায় গেলে পাবো সেই চাঁদরে ।।
মনোফুলে পুজিবো কি নামব্রহ্ম রসনায় জপি
কীসে দয়া তার হবে পাপীর উপর অধীন লালন বলে তাইতে পলাম ফ্যারে ।।