লালন ফকীর রচিত গান নং ৭৩৫

যদি উজান বাঁকে তুলসী ধায় ।
খাটি তার পূজা বটে চরণ চাঁদে পায় ।।
তলসীদেহ যেতো ভাটিয়ে যায় ততো ।
কোথায় সে অটলপদ তুলসী কোথায় ।।
তুলসী গঙ্গাজলে উজাবে কোনকালে ।
মনতুলসী হলে অবশ্য পায় ।।
প্রেমের ঘাটে বসি ভাসাও মনতুলসী ।
লালন কয় তারে দাসী লেখে খাতায় ।।