লালন ফকীর রচিত গান নং ৭৩৩

যদি শরায় কার্যসিদ্ধি হয় ।
তবে মারফতে কেন মরতে যায় ।।
শরীয়ত আর মারেফত যেমন দুগ্ধেতে মিশানো মাখন ।
মাখন তুললে দুগ্ধ তখন ঘোল বলে তা তো জানো সবাই ।।
মারেফত মূলবস্ত জানি শরীয়ত তার সরপোষ মানি ।
ঘুচাইলে সরপোষ খানি বস্তু রয় কি সরপোষ ধরে রয় ।।
আউয়াল আখের দরিয়া দেখনা মন তাতে ডুবিয়া ।
মুর্শিদ ভজন যে লাগিয়া লালন ডুবেও ডোবেনা তায় ।।