যদি কেউ জট বাড়ায়ে হতো রে সন্ন্যাসী ।
তালগাছে জট পড়েছে সেই গাছেরই সাবাসী ।।
ঘর ছেড়ে জঙ্গলে যায় তাইতে কি সে হরিকে পায় ।
তবে বনের পশুকে ভাই কেন করি দোষী ।।
জলে গেলে হরি পায় কাছিম সে তো মন্দ নয় ।
তবে কেন সাধতে হয় হয়ে চরণদাসী ।।
গুরুজী ভজনের মূল তার চরণ করে ভুল ।
লালন হয় নামাকুল ধায় গয়া কাশী ।।