লালন ফকীর রচিত গান নং ৩৭০

জ্বালঘরে চটিয়ে হয় সে জাতনাশা ।
তার কী ছার আশার আশা ।।
হাড়ি চটে কেউ রয় মনে দেখে ধোকা হয় ।
বুঝি পূর্বেকার ফ্যারে ফোরে পড়ে সেরে তলাফাঁসা ।।
ও সে পোড়া চাড়া চার যুগে মিশেনা খাকে ।
গুরুত্যাগী মন বিবাগী তার তো ঘটে সেই দশা ।।
কেউ কুমারকে দোষায় কেউ মাটি খারাপ কয় ।
লালন বলে পাগলা ছেলে বোঝা কঠিন সাধু ভাষা ।।