জাত গেলো জাত গেলো বলে একী আজব কারখানা ।
সত্যপথে কেউ নয় রাজী সবই দেখি তানা নানা ।।
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে ।
কি জাত হবা যাবার কালে সেই কথা ভেবে বলোনা ।।ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একজলে সকলেই শুচি ।
দেখে শুনে হয়না রুচি যমে তো কাউকে ছাড়বেনা ।।
গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় ।
লালন বলে জাত কারে কয় এই ভ্রম তো গেলোনা ।।