লালন ফকীর রচিত গান নং ৭২৮

যারে প্রেমে বাধ্য করেছি ।
তারে কি আর আগলে রেখেছি ।।
যাবার সময় বলে যাবে থাকতে বললে থাকতে হবে ।
নতুবা সে ফাঁকি দেবে আমি দম দিয়ে দম মেনেছি ।।
দমের সঙ্গে হাওয়ার প্রণয় দম ধরিলে সে ধরা দেয় ।
আমি ঘরের দ্বার বন্ধ করে খেদ মিটায়ে বসেছি ।।
হেসে হেসে কমল তুলেছি মনপ্রাণ যারে সপেছি ।
লালন বলে কথায় কি মানুষ মেলে করণকারণেই সেরেছি ।।