লালন ফকীর রচিত গান নং ৭২২

যারে ভাবলে পাপীর পাপ হরে ।
দিবানিশি ডাকো তারে ।।
গুরুর নাম সুধাসিন্ধু পান করো তাহার বিন্দু ।
সখা হবে দীনবন্ধু ক্ষুধা তৃষ্ণা রবেনা রে ।।
যে নাম প্রহ্লাদ হৃদয়ে ধরে অগ্নিকুণ্ডে প্রবেশ করে ।
কৃষ্ণ নৃসিংহ রুপ ধারণ করে হিরণ্যক শিপু মারে ।।
ভাবলিনা শেষের ভাবনা মহাজনের ধন ষোলো আনা ।
লালন বলে মন রসনা একদিনও তা ভাবলিনা রে ।।