লালন ফকীর রচিত গান নং ৭২৩

যাও হে শ্যাম রাইকুঞ্জ আর এসোনা ।
এলে ভালো হবেনা ।।
গাছ কেটে জল ঢালো পাতায় এ চাতুরী শিখলে কোথায় ।
উচিত ফল পাবে হেথায় তা নইলে টের পাবেনা ।।
করতে চাও শ্যাম নাগরালী যাও যথা সেই চন্দ্রাবলী ।
এ পথে পড়েছে কালী এ কালী আর যাবেনা ।
কেলেসোনা জানা গেলো উপরে কালো ভিতরে কালো ।
লালন বলে উভয় ভালো করি উভয় বন্দনা ।।