জানতে হয় আদম সফির আদ্য কথা ।
না দেখে আজাজিল সে রুপ কী রুপ আদম গঠলেন সেথা ।।
এনে জেদ্দার মাটি গঠলেন বোরখা পরিপাটি ।
মিথ্যা নয় সে কথা খাটি কোন চিজে তার গড়ে আত্মা ।।
সেই যে আদমের ধড়ে অনন্ত কুঠুরি করে ।
মাঝখানে হাতনে কল জুড়ে কীর্তিকর্মা বসালেন সেথা ।।
আদমি হলে আদম চেনে ঠিক নামায় সে দেল কোরাণে ।
লালন কয় সিরাজ সাঁই গোনে আদম অধর ধরার সূতা ।।