লালন ফকীর রচিত গান নং ৩৬৭

জানগা যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা ।
কোন মানুষের কেমন কৃতি যাবে রে জানা ।।
পুরুষ পরশমণি কালাকাল তার কীসে জানি ।
জল দিয়ে সব চাতকিনী করে সান্তনা ।।
যার আশায় জগত বেহাল তার কি আছে সকাল বৈকাল ।
তিলক মন্ত্রে না দিলে জল ব্রহ্মাণ্ড রয় না ।।
বেদবিধির অগোর সদাই কৃষ্ণপদ্ম নিত্য উদয় ।
লালন বলে মনের দ্বিধায় কেউ দেখেও দেখেনা ।।