লালন ফকীর রচিত গান নং ৩৬২

জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার ।
নবীজি আর নিরুপ খোদা নূর কীরুপে হয় নূর প্রচার ।।
নবীর যেমন আকার ছিলো তাই তাহার নূর চোয়ালো ।
নিরাকারে কি প্রকারে নূর চোয়ালো ঐ খোদার ।।
আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা কাফের বলে গাল দেয় তারে ।
তবে নিরাকারে নূর চোয়ালো প্রমাণ কী গো তার ।।
জাত এলাহী ছিলো জাতে কীরুপে এলো সেফাতে ।
লালন বলে নূর চিনিলে যেতো মনের অন্ধকার ।।