ইসলাম কায়েম হয় যদি শরায় ।
কি জন্য নবীজি রহে পনেরো বছর হেরা গুহায় ।।
পঞ্চবেনায় শরা জারি মৌলবীদের তম্বি ভারি ।
নবীজি কী সাধন করি নবুয়তি পায় ।।
না করিলে নামাজ রোযা হাসরে হয় যদি সাজা ।
চল্লিশ বছর নামাজ কাজা করেছেন রসুল দয়াময় ।।
কায়েম উদ দ্বীন হবে কীসে অহর্নিশি ভাবছি বসে ।
দায়েমি নামাজের দিশে ফকীর লালন জানায় ।।